Kosto Paichi Mone (কষ্ট পাইছি মনে )-Lyrics | Sathi Khan


Kosto Paichi Mone

কষ্ট পাইছি মনে-লিরিক্সঃ

  তুমি নিজের মুখে বইলা ছিলা, ভুলবো না জীবনে 
রাখলো নাতো দেয়া কথা,মন মিশাইয়া মনে 

তুমি নিজের মুখে বইলা ছিলা, ভুলবো না জীবনে 
রাখলো নাতো দেয়া কথা,মন মিশাইয়া মনে 

প্রেম কইরা তোমার সনে  
ব্যথা পাইছি মনে আমি 
কষ্ট পাইছি মনে

প্রেম কইরা তোমার সনে  
ব্যথা পাইছি মনে আমি 
কষ্ট পাইছি মনে

 তোমার মুখ দেখিয়া বুঝি নাই তো 
মনে ছিলো ছল
তোমার কথা ভাবলেই এখন 
চোখে আসে জল

 তোমার মুখ দেখিয়া বুঝি নাই তো 
মনে ছিলো ছল
তোমার কথা ভাবলেই এখন 
চোখে আসে জল

আমার মতো তুমিও একদিন
কান্দি বা গোপনে  

আমার মতো তুমিও একদিন
কান্দি বা গোপনে  

প্রেম কইরা তোমার সনে  
ব্যথা পাইছি মনে আমি 
কষ্ট পাইছি মনে

প্রেম কইরা তোমার সনে  
ব্যথা পাইছি মনে আমি 
কষ্ট পাইছি মনে

 তোমার হাসিটুকুই ছিলো সরল
নিস্পাপ যেমন ফুল
আমি কেনো এই পৃথিবীর 
সবাই করবে ভুল
তোমার হাসিটুকুই ছিলো সরল
নিস্পাপ যেমন ফুল
আমি কেনো এই পৃথিবীর 
সবাই করবে ভুল

তিলে তিলে পুড়াও তুমি
নিরবে দহনে 

তিলে তিলে পুড়াও তুমি
নিরবে দহনে 

প্রেম কইরা তোমার সনে  
ব্যথা পাইছি মনে আমি 
কষ্ট পাইছি মনে

প্রেম কইরা তোমার সনে  
ব্যথা পাইছি মনে আমি 
কষ্ট পাইছি মনে

তুমি নিজের মুখে বইলা ছিলা, ভুলবো না জীবনে 
রাখলো নাতো দেয়া কথা,মন মিশাইয়া মনে 

প্রেম কইরা তোমার সনে  
ব্যথা পাইছি মনে আমি 
কষ্ট পাইছি মনে

প্রেম কইরা তোমার সনে  
ব্যথা পাইছি মনে আমি 
কষ্ট পাইছি মনে

Kosto Paichi Mone-Lyrics:

Tumi nijer mukhe boila chila, bhulbo na jibone
Rakhle nato deya kotha, mon mon misaiya mone

Tumi nijer mukhe boila chila, bhulbo na jibone
Rakhle nato deya kotha, mon mon misaiya mone

Prem koira tomar sone
 Betha paise mone
Kosto paichi mone

Prem koira tomar sone
 Betha paise mone
Kosto paichi mone



Song Credit:

Singer: Sathi Khan (সাথী খান)
Lyrics & Tune: Rumon Dewan
Label: TR2 Media
Music: Rumon Dewan

 More Bengali Folk Song Lyrics:



Post a Comment

Previous Post Next Post