Tumi Thako Oi Pare (তুমি থাকো ঐ পারে )-Lyrics | Nasir & Sanzida Rimi

 

তুমি থাকো ঐ পারে

তুমি থাকো ঐ পারে-লিরিক্সঃ

তুমি থাকো ঐ পারে 
আর আমি থাকি এ পারে
দুয়ের মাঝে ভরা নদী 
মিলন হবে কি করে

আমায় পেতে বন্ধু তুমি 
আসো যদি এ পারে
বুকের মাঝে যত্ন করে 
রাখবো আমি তোমারে..

ঘাটে  বাধা নাই যে  তরী
কেমনে যাব তোমার বাড়ি
পারাণ আমার সয় না রে..

তুমি প্রেমের নাউ বানিয়ে 
ভালোবাসার বৈঠা বেয়ে
যাও নিয়ে যাও আমারে..

দুই কূলেতে থাকলে দুজন
পিরিত কি আর মধূর হয়
চোখে চোখে দেখাদেখি
এ যে ভীষণ জ্বালাময়

দূরত্ব কি গুরুত্ব পায়
প্রেমিক যদি খাটি হয়
এক নিমিয়েই সকল বাধা
মেনে নেবে পরাজয়

দুই হাতে পরিয়ে চুড়ি
পিন্দিয়া গোলাপী শাড়ী
অপেক্ষাতে আছি রে

ঘাটে বাধা নাই যে  তরী
কেমনে যাব তোমার বাড়ি
পারাণ আমার সয় না রে..

প্রেমের আগুন জ্বলে দ্বিগুন
মন তোমারে কাছে চায়
তোমার তরে পাগল আমি
পরাণ আমার জ্বলে যায়..

হাটু জলে নামলে তুমি
আমি যে মাঝ দরিয়ায়
তোমার পায়ে ছুটবো তাতে
জীবণ যদি চলেও যায়
তুমি যদি থাকো রাজি 
ধরতে পারি জীবণ বাজি

তুমি যদি থাকো রাজি 
ধরতে পারি জীবণ বাজি
থেকো না দূরে দূরে..

তুমি প্রেমের নাউ বানিয়ে 
ভালোবাসার বৈঠা বেয়ে
যাও নিয়ে যাও আমারে..

তুমি থাকো ঐ পারে 
আর আমি থাকি এ পারে
দুয়ের মাঝে ভরা নদী 
মিলন হবে কি করে

আমায় পেতে বন্ধু তুমি 
আসো যদি এ পারে
বুকের মাঝে যত্ন করে 
রাখবো আমি তোমারে..

ঘাটে বাধা নাই যে  তরী
কেমনে যাব তোমার বাড়ি
পারাণ আমার সয় না রে..

তুমি প্রেমের নাউ বানিয়ে 
ভালোবাসার বৈঠা বেয়ে
যাও নিয়ে যাও আমারে..

Tumi Thako Oi Pare-Lyrics

Tumi thako oi pare
Ar ami thaki e pare
Duyer majhe vora nodi
Milon hobe ki kore

Amay  pete bondu tumi
Aso jodi e pare 
Boker majhe jottno kore
Rakh ami tomare..

Ghate badha nai je tori
Kmmne jabo tomar bari
Poran amar soi na re..

Tumi premer nou baniya
Bhalobasar boitha beye
Jao niye jao amare..



Post a Comment

Previous Post Next Post