Amar Dubu Dubu Tori (আমার ডুবু ডুবু তরী)–Lyrics | Meghla


Amar Dubu Dubu Tori-Lyrics

আমার ডুবু ডুবু তরী-লিরিক্সঃ

আজ আমার বান্ধব কেই নাই
দয়াল গুরু তুমি বিহনে..

আমার ডুবু ডুবু তরী
কেমনে ধরি পাড়ি
ডুবু ডুবু তরী..
কেমনে ধরি পাড়ি

আমার হাইলের বৈঠা 
খাইলো রে ঘুনে..

আমার হাইলের বৈঠা 
খাইলো রে ঘুনে..

দয়াল গুরু তুমি বিহনে..
আজ আমার বান্ধব কেই নাই
দয়াল গুরু তুমি বিহনে..

আজ আমার বান্ধব কেই নাই
দয়াল গুরু তুমি বিহনে..

দেখে নদীর ঝড়
আমার সবাই হইলো পর
ফেলিয়া গেল তুফানে..

তুমি কোথায় আছো দয়াল
ডাকে তোমার কাঙ্গাল..

তুমি কোথায় আছো দয়াল
ডাকে তোমার কাঙ্গাল..

তুমি কোথায় আছো দয়াল
ডাকে তোমার কাঙ্গাল..

তরাইয়া লও এ ঘোর নিদানের
তুমি তরাইয়া লও এ ঘোর নিদানের
দয়াল গুরু তুমি বিহনে..
আজ আমার বান্ধব কেই নাই
দয়াল গুরু তুমি বিহনে..

আজ আমার বান্ধব কেই নাই
দয়াল গুরু তুমি বিহনে..

ডাকিতে ডাকিতে দয়াল 
হয় যদি মরণ
আমার দুঃখ রবে না জীবনে

কেদে কয় লতিফ সরকার
দয়াল চাদ হলে আমার

কেদে কয় লতিফ সরকার
দয়াল চাদ হলে আমার

কয় লতিফ সরকার
দয়াল চাদ হলে আমার

ধন্য জীবন এসে ভুবণে
আামার ধন্য জীবন এসে ভুবণে

দয়াল গুরু তুমি বিহনে..
আজ আমার বান্ধব কেই নাই
দয়াল গুরু তুমি বিহনে..

আজ আমার বান্ধব কেই নাই
দয়াল গুরু তুমি বিহনে..

আজ আমার বান্ধব কেই নাই
দয়াল গুরু তুমি বিহনে..

Amar Dubu Dubu Tori-Lyrics:

Aj amar bandob keho nai
Doyal guru tumi bihone
Amar dubu tori
Kemone dhori pari
Dubu tori
Kemne dhori pari..

Amar hailer boitha
Khailo re ghune..

Amar hailer boitha
Khailo re ghune..

Doyal guru tumi behone 
Aj amar bandob keho nai
Doyal guru tumi behone



 

Post a Comment

Previous Post Next Post