Amar Kemon Betha Lage (আমার কেমন ব্যাথা লাগে)-Lyrics | Sathi Khan


আমার কেমন ব্যথা লাগে

আমার কেমন ব্যাথা লাগে-লিরিক্সঃ

আমার মনের মতো কইরা 
যদি তোমার মনটা হইতো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

প্রয়োজনে আমার রাখো 
প্রিয়জনে অন্যজন

তোমার এমন ব্যবহারে 
কলিজায় লাগে দহন

তোমার মতো হইতে পারলে
মনটা দুঃখ সইতো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

চাওয়া পাওয়া লাগে যখন 
আমার কাছে ডাকো

তোমার সুখের লাইগা
তুমি অন্য কাউকে রাখো

ও চাওয়া পাওয়া লাগে যখন
আমার কাছে ডাকো

তোমার সুখের লাইগা
তুমি অন্য কাউকে রাখো

সবই আমি বুঝি গো
তবুও তোমার চাই গো

সবই আমি বুঝি গো
তবুও তোমার চাই গো

তোমার মায়ায় আটকে গেছি
কিন্তু তোমার নই তো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

ইচ্ছে হলে আপন ভাবে 
আবার দূরে  যাও

আমার মনে ব্যথা দিয়ে
কি সুখ তুমি পাও..

ও ইচ্ছে হলে আপন ভাবে 
আবার দূরে  যাও

আমার মনে ব্যথা দিয়ে
কি সুখ তুমি পাও..

সবই আমি বুঝি গো
তবুও তোমার চাই গো

সবই আমি বুঝি গো
তবুও তোমার চাই গো

তোমার মায়া আটকে গেছি
কিন্তু তোমার নই তো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

আমার মনের মতো কইরা 
যদি তোমার মনটা হইতো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

প্রয়োজনে আমার রাখো 
প্রিয়জনে অন্যজন

তোমার এমন ব্যবহারে 
কলিজায় লাগে দহন

তোমার মতো হইতে পারলে
মনটা দুঃখ সইতো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

আমার কেমন ব্যথা লাগে
তোমার মনটা কইতো

Amar Kemon Betha Lage-Lyrics:

Amar moner moto koira 
Jodi tomar monta hoito

Amar kemon betha lage
Tomar monta koito

Amar kemon betha lage
Tomar monta koito

Projone amar rakho
Prio jone onno jon

Tomar emon bebohare 
Kolijai lage dohon

Tomar hoite parle 
Monta dukko soito

Amar kemon betha lage 
Tomar monta soito

Amar kemon betha lage 
Tomar monta soito





Song Credit:

Song: Amar Kemon Betha Lage
 Singer: Sathi Khan (সাথী খান)
Lyrics: Mamun Afnan Rumey
 Tune: S Ruhul
Music: Rezwan Sheikh
Label: Chisti Music







Post a Comment

Previous Post Next Post