হয়না মনের মিল-লিরিক্সঃ
কত স্বপ্ন ছিলো জমা
আমার চোখের ভাজে,
স্বপ্নগুলো হইলো বিলীন
কষ্ট বুকের মাঝে ...
কত স্বপ্ন ছিলো জমা
আমার চোখের ভাজে,
স্বপ্নগুলো হইলো বিলীন
কষ্ট বুকের মাঝে ...
ভাসেরে বুক নয়নজলে
মনটা যে মলিন
দুঃখ আমার হইলো আপন
ভাঙ্গলো আমার দিল
তাই হয়না মনের মিল,
দুঃখ আমার আপন সম্পদ
সুখের দরজায় খিল
তাই হয়না মনের মিল,
দুঃখ আমার আপন সম্পদ
সুখের দরজায় খিল
আমার ছিলো সাজানো এক
সুখেরই সংসার
দমকা হাওয়ার সব হারাইলাম
হইলোরে ছারখার
আমার ছিলো সাজানো এক
সুখেরই সংসার
দমকা হাওয়ার সব হারাইলাম
হইলোরে ছারখার
এখন একা একা কাটাই প্রহর
বেদনাতে নীল
এত ভালবাসলাম তবু
পাইলাম না তার দিল
তাই হয়না মনের মিল,
দুঃখ আমার আপন সম্পদ
সুখের দরজায় খিল,
তাই হয়না মনের মিল,
দুঃখ আমার আপন সম্পদ
সুখের দরজায় খিল
প্রেমোশোকে কলিজা আমার
পুড়িয়া হইলো কালা,
বন্ধু বিনে কমে নারে
অন্তরের জ্বালা
প্রেমোশোকে কলিজা আমার
পুড়িয়া হইলো কালা,
বন্ধু বিনে কমে নারে
অন্তরের জ্বালা
বন্ধু আমায় অবহেলায়
মারে বুকে ঢিল,
বন্ধুর নাইরে দয়া-মায়া
পাষাণ তাহার দিল
তাই হয়না মনের মিল,
দুঃখ আমার আপন সম্পদ
সুখের দরজায় খিল
তাই হয়না মনের মিল,
দুঃখ আমার আপন সম্পদ
সুখের দরজায় খিল
কত স্বপ্ন ছিলো জমা
আমার চোখের ভাজে,
স্বপ্নগুলো হইলো বিলীন
কষ্ট বুকের মাঝে ...
ভাসেরে বুক নয়নজলে
মনটা যে মলিন
দুঃখ আমার হইলো আপন
ভাঙ্গলো আমার দিল
তাই হয়না মনের মিল
দুঃখ আমার আপন সম্পদ
সুখের দরজায় খিল
তাই হয়না মনের মিল,
দুঃখ আমার আপন সম্পদ
সুখের দরজায় খিল
Hoy Na Moner Mil-Lyrics
Koto sopno chilo joma
Amar choker vaje
Sopnogulo hoilo bilin
Kosto boker majhe
Koto sopno chilo joma
Amar choker vaje
Sopnogulo hoilo bilin
Kosto boker majhe
Vase re buk nayon jole
Monta je molin
Dukko amar hoilo apon
Vanlo amar dil
Tai Hoy na moner mil
Dukko amar apon sompoth
Sukher dorjai khil
Tai Hoy na moner mil
Dukko amar apon sompoth
Sukher dorjai khil
Amar chilo sajano ek
Sukher e songsar
Domka howar sob hairailam
Hoilo re charkhar
Amar chilo sajano ek
Sukher e songsar
Domka howar sob hairailam
Hoilo re charkhar
Ekhon eka eka katai prohor
Bedhonate nil
Eto bhalobaslam tabu
Pailam na tar dil
Tai Hoy na moner mil
Dukko amar apon sompoth
Sukher dorjai khil
Tai Hoy na moner mil
Dukko amar apon sompoth
Sukher dorjai khil
Song Credit:
Song : Hoy Na Moner Mil
Singer : Sathi Khan
Lyricist : Sikder Nayem
Music : Munshi Jewel
Label : P Tune Studio Original