নিজেই গেছি মরে-লিরিক্সঃ
আমি মইরা গেলে আমায় তুমি
দেখতে আইসো না
আমার স্মৃতিগুলো মনে পরলে
কান্না কইরো না
আমি মইরা গেলে আমায় তুমি
দেখতে আইসো না
আমার স্মৃতিগুলো মনে পরলে
কান্না কইরো না
তুমি নিজের ভালো চাইছো বন্ধু
নিজের ভালো চাইছো বন্ধু
আমার ক্ষতি করে
আমি তোমায় ভালো রাখতে গিয়ে
নিজেই গেছি মরে...
আমি তোমায় ভালো রাখতে গিয়ে
নিজেই গেছি মরে..
তোমার কথায় হয়েছে সব
আমার কথায় নয়..
আমি বন্ধু হেরে গেছি
তোমার হলো জয়
ও তোমার কথায় হয়েছে সব
আমার কথায় নয়..
আমি বন্ধু হেরে গেছি
তোমার হলো জয়..
তোমার কেহ নাই
আমি এসে দেখি তোমার
বন্ধুর অভাব নাই
ও তুমি বন্ধু বলেছিলে
তোমার কেহ নাই
আমি এসে দেখি তোমার
বন্ধুর অভাব নাই
তুমি নিজের ভালো চাইছো বন্ধু
নিজের ভালো চাইছো বন্ধু
আমার ক্ষতি করে
আমি তোমায় ভালো রাখতে গিয়ে
নিজেই গেছি মরে...
আমি তোমায় ভালো রাখতে গিয়ে
নিজেই গেছি মরে..
Nijei Gachi More-Lyrics:
Ami moira gale amai tumi
Dekhte aiso na
Aamr sritigolo mone porle
Kanna koro na
Ami moira gale amai tumi
Dekhte aiso na
Aamr sritigolo mone porle
Kanna koro na
Tumi nijar bhalo chaiso bondhu
Nijar valo chaiso bondhu amar khoti kore
Ami tomar valo rakthte giya
Nijei gechi more
Ami tomar valo rakthte giya
Nijei gechi more
Song Credit:
Song: Amar Kemon Betha Lage
Singer: Sathi Khan (সাথী খান)
Lyrics: Mamun Afnan Rumey
Tune: Mamun Afnan Rumey
Music: S.D. Sago
Label: Banglaxpress Film's