Por Manusher Hoili Re Apon (পর মানুষের হইলিরে আপন )-Lyrics | Shimul Hasan


পর মানুষের হইলিরে আপন


পর মানুষের হইলিরে আপন-লিরিক্সঃ

ভাইঙ্গা দিয়া আমার অন্তর 
কার বুকেতে বাঁধিয়া  ঘর
ভালবাসার করলিরে দাফন

একটুও তোর নাইরে মায়া
 পাষাণে বান্ধা তোর হিয়া
বুঝাইলো তোর নিষ্ঠুর আচরণ

আমায় কইরা গেলি পর 
তুই বাঁধলি নতুন ঘর
পর মানুষের হইলিরে আপন

আমায় কইরা গেলি পর 
তুই বাঁধলি নতুন ঘর
পর মানুষের হইলিরে আপন
ও তুই পর মানুষের হইলিরে আপন

জানতাম যদি বন্ধুরে তুই
 যাইবিরে ছাড়িয়া
যাইতে চাইলেও রাখতাম
 তোরে দুই পায়ে বান্ধিয়া

জানতাম যদি বন্ধুরে তুই
 যাইবি রে ছাড়িয়া
যাইতে চাইলেও রাখতাম
 তোরে দুই পায়ে বান্ধিয়া

ছিন্ন করে ভালোবাসা 
খুঁজে নিলি সুখের দিশা
আমার বুকে জালায়া আগুন

আমায় কইরা গেলি পর 
তুই বাঁধলি নতুন ঘর
পর মানুষের হইলিরে আপন
ও তুই পর মানুষের হইলিরে আপন

একা একা যায়না থাকা 
হৃদয় শুধু পুড়ে
বেহায়া এই মনটা আমার 
ভাবে শুধুই তোরে
একা একা যায়না থাকা 
হৃদয় শুধু পুড়ে
বেহায়া এই মনটা আমার 
ভাবে শুধুই তোরে

এযে কেমন যন্ত্রণা রে 
একী ভিষণ যন্ত্রণা 
এর চেয়ে ভালো 
হইতো রে মরণ

আমায় কইরা গেলি পর 
তুই বাঁধলি নতুন ঘর
পর মানুষের হইলিরে আপন

ভাইঙ্গা দিয়া আমার অন্তর 
কার বুকেতে বাঁধিয়া  ঘর
ভালবাসার করলিরে দাফন

একটুও তোর নাইরে মায়া
 পাষাণে বান্ধা তোর হিয়া
বুঝাইলো তোর নিষ্ঠুর আচরণ

আমায় কইরা গেলি পর 
তুই বাঁধলি নতুন ঘর
পর মানুষের হইলিরে আপন

আমায় কইরা গেলি পর 
তুই বাঁধলি নতুন ঘর
পর মানুষের হইলিরে আপন
ও তুই পর মানুষের হইলিরে আপন

 Por Manusher Hoili Re Apon-Folk Song Lyrics:

Vainga diya amar ontor
Kar bukete badhiya ghor
Bhalobasar korli re daphon

Ektuo tor nai re maya
Pasane bandha tor hiya
Bhujalo tor  nisthor acharon

Aamy koira gali por
Tui badhli notun ghor
Por manusher hoili re apon

Aamy koira gali por
Tui badhli notun ghor
Por manusher hoili re apon


Song Credit:

Song. Vainga Diya Amar Ontor
Singer. Shimul Hasan
Lyric & Tune. Shimul Hasan
Music. Munshi Jewel
Label. Shimul Hasan Baul

More Bengali Folk Song Lyrics:












Post a Comment

Previous Post Next Post