Tomar Bebohare Buija Gechi (তোমার ব্যবহারে বুইঝা গেছি )-Lyrics | Sathi Khan

 

তোমার ব্যবহারে বুইঝা গেছি

তোমার ব্যবহারে বুইঝা গেছি-লিরিক্সঃ

তোমার ব্যবহারে বুইঝা গেছি
ব্যবহারে বুইঝা গেছি
আমি তোমার কেহ না 
আমি তোমার কেহ না 

আমার লাইগা তুমি কান্দো না
ও বন্ধু রে আমি তোমার আপন মানুষ না

তোমার ব্যবহারে বুইঝা গেছি
ব্যবহারে বুইঝা গেছি
আমি তোমার কেহ না 
আমি তোমার কেহ না 

আমার লাইগা তুমি কান্দো না
ও বন্ধু রে আমি তোমার আপন মানুষ না

আমার লাইগা তুমি কান্দো না
ও বন্ধু রে আমি তোমার আপন মানুষ না

আকাশ বাতাস সাক্ষী রাইখা
কথা দিয়েছিলে
আমি তোমার আপন মানুষ
সত্যি বলেছিলে

আকাশ বাতাস সাক্ষী রাইখা
কথা দিয়েছিলে
আমি তোমার আপন মানুষ
সত্যি বলেছিলে

সব ই তোমার আভিনয়
বোঝেনাই গো এই হৃদয়

সব ই তোমার আভিনয়
বোঝেনাই গো এই হৃদয়

মিথ্যা কথা কইছো তুমি
আমায় ভালোবাসো না
বুইঝা গেছি আমি তোমার কেহ লাগি না
আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না

বুইঝা গেছি আমি তোমার কেহ লাগি না
আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না

এপার ওপার থাকবা সাথে
হইবা নাগো পর
তোমার লাইগা মরতে পারি
ছাড়তে পারি ঘর

এপার ওপার থাকবা সাথে
হইবা নাগো পর
তোমার লাইগা মরতে পারি
ছাড়তে পারি ঘর

তোমার এসব ছলনা
আমার জানা ছিলোনা

তোমার এসব ছলনা
আমার জানা ছিলোনা

সময় বুঝে পল্টি নিছো
আমার কথা ভাবলেনা 

বুইঝা গেছি আমি তোমার কেহ লাগি না
আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না

বুইঝা গেছি আমি তোমার কেহ লাগি না
আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না

তোমার ব্যবহারে বুইঝা গেছি
ব্যবহারে বুইঝা গেছি
আমি তোমার কেহ না 
আমি তোমার কেহ না 

আমার লাইগা তুমি কান্দো না
ও বন্ধু রে আমি তোমার আপন মানুষ না

আমার লাইগা তুমি কান্দো না
ও বন্ধু রে আমি তোমার আপন মানুষ না

Tomar Bebohare Buija Gechi-Lyrics:

Tomar bebohare buija gechi
Bebohare buija gechi
Ami tomar keho na
Ami tomar keho na

Amar laiga tumi kando na
O bondhu re ami tomar apon manush na

Tomar bebohare buija gechi
Bebohare buija gechi
Ami tomar keho na
Ami tomar keho na

Amar laiga tumi kando na
O bondhu re ami tomar apon manush na

Amar laiga tumi kando na
O bondhu re ami tomar apon manush na

Akash batash sakki raikka
Kotha diyachile
Ami tomar apon manush
Sotto bolechile

Akash batash sakki raikka
Kotha diyachile
Ami tomar apon manush
Sotto bolechile

Sobie tomar ovinoy
Bhojhe nai go ei hridoy

Sobie tomar ovinoy
Bhojhe nai go ei hridoy

Buijha gechi ami tomar keho lagi na
Ami tomar apon manush hoite parlam na

Buijha gechi ami tomar keho lagi na
Ami tomar apon manush hoite parlam na



Song Credit:

Song: Tomar bebohare buija gechi 

Singer : Sathi khan

Lyric : Mamun Afnan Rumey

Tune: Mamun Afnan Rumey

Music: Rumon Dewan

Label : TR2 Media


 More Bengali Folk Song Lyrics:

নিজেই গেছি মরে-লিরিক্স

হয়না মনের মিল-লিরিক্স

পোড়া বুকটা পোড়ে আরও-লিরিক্স

আমি এক এমন পাখি-লিরিক্স

আমার কেমন ব্যাথা লাগে-লিরিক্স

কষ্ট পাইছি মনে-লিরিক্স

তারে তুমি বাইসো ভালো-লিরিক্স

কি জ্বালা দিয়ে গেলা মোরে-লিরিক্স

পাখিরে তুই স্বার্থপর-লিরিক্স

মরার পরে আফসোস করিস না-লিরিক্স

তুমি থাকো ঐ পারে-লিরিক্স

একজন মানুষ হইয়া  তুমি-লিরিক্স


Post a Comment

Previous Post Next Post