Tumi Bondhu Manush Mondo(তুমি বন্ধু মানুষ মন্দ)-Lyrics | Sathi Khan

 

ওরে তুমি বন্ধু মানুষ মন্দ বুঝিনাই আগে

তুমি বন্ধু মানুষ মন্দ-লিরিক্সঃ

তুমি বন্ধু মানুষ মন্দ বুঝিনাই আগে
ওরে তুমি বন্ধু মানুষ মন্দ বুঝিনাই আগে

তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে
তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে

পিরিত করা তোমার পেশা বুঝেছি পরে
পিরিত করা তোমার পেশা বুঝেছি পরে

তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে
তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে

এক মনেতে হয়না তোমার লাগে অনেক মন 
দিনে দিনে করো পিরিত নতুন প্রয়োজন

ও এক মনেতে হয়না তোমার লাগে অনেক মন 
দিনে দিনে করো পিরিত নতুন প্রয়োজন

পিরিত করা তোমার পেশা বুইঝাছি পরে
পিরিত করা তোমার পেশা বুইঝাছি পরে

তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে
তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে

বলি আমি গানের সুরে ওরে প্রিয়জন 
না বুঝি মন দিলাম তাই ভাংঙা দিলা মন 

ও বলি আমি গানের সুরে ওরে প্রিয়জন 
না বুঝি মন দিলাম তাই ভাংঙা দিলা মন 

পিরিত করা তোমার পেশা বুইঝাছি পরে
পিরিত করা তোমার পেশা বুইঝাছি পরে

তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে
তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে

তুমি বন্ধু মানুষ মন্দ বুঝিনাই আগে
ওরে তুমি বন্ধু মানুষ মন্দ বুঝিনাই আগে
তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে
তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে

তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে
তোমার সুন্দর ঐ আচারণ পাইয়াছি ভাগে

Tumi Bondhu Manush Mondo-Folk Song Lyrics:


Tumi bondhu manush mondo bujhi nai agee
O re bondhu manush mondo bujhi nai agee

Tomar sundor oi acharon paiyachi vage
Tomar sundor oi acharon paiyachi vage

Pirit kora tomar pesha bhujachi pore
Pirit kora tomar pesha bhujachi pore

Tomar sundor oi acharon paiyachi vage
Tomar sundor oi acharon paiyachi vage




Song Credit:

Song : Tumi Bondhu Manush Mondo
Singer : Sathi Khan
Lyrics & Tune : Tomij Khan 
Music : Munshi Jewel

More Bengali Folk Song Lyrics:





Post a Comment

Previous Post Next Post