পাশের বাড়ীর ময়না-লিরিক্সঃ
পাশের বাড়ীর ময়না মুখে কথা কয়না
চোখ ইসারায় ডাকে শুধু কাছে আসে না
চোখ ইসারায় ডাকে শুধু কাছে আসে না
পাশের বাড়ীর ময়না রে তুই মন পাহাড়ের ঝর্না
পাশের বাড়ীর ময়না আমায় ভালোবেসে
পাশের বাড়ীর ময়না আমায় ভালোবেসে
বধু সেজে আসবে ঘরে বলে গিয়েছে
বধু সেজে আসবে ঘরে বলে গিয়েছে
ময়না বলে গিয়েছে, পাগলী কথা দিয়েছে
ময়না বলে গিয়েছে, পাগলী কথা দিয়েছে
বেদের মেয়ে জোসনা নয় সে পাশের বাড়ীর ময়না
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
বেদের মেয়ে জোসনা নয় সে পাশের বাড়ীর ময়না
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
যখন ময়না সাজতে বসে বাঁশি বাজাই সুরে
সাজু গুজু সেরে ময়না আসে ধীরে ধীরে
যখন ময়না সাজতে বসে বাঁশি বাজাই সুরে
সাজু গুজু সেরে ময়না আসে ধীরে ধীরে
সাজু গুজু সেরে ময়না আসে ধীরে ধীরে
আই ফোন হাতে নিয়ে ময়না হেলে দূলে যায়
আই ফোন হাতে নিয়ে ময়না হেলে দূলে যায়
রাঙ্গা পায়ে আবার নুপুর বাজিয়ে
রাঙ্গা পায়ে আবার নুপুর বাজিয়ে
পাশের বাড়ীর ময়না আমায় ভালোবেসে
বধু সেজে আসবে ঘরে বলে গিয়েছে
বধু সেজে আসবে ঘরে বলে গিয়েছে
ময়না বলে গিয়েছে, পাগলী কথা দিয়েছে
ময়না বলে গিয়েছে, পাগলী কথা দিয়েছে
ময়না তো কথায় আমার মনে লাগে মায়া
আঁচল দিয়া বাঁইধা রাখিস দিয়ে তোরি ছায়া
ময়না তো কথায় আমার মনে লাগে মায়া
আঁচল দিয়া বাঁইধা রাখিস দিয়ে তোরি ছায়া
ময়না তোমার হাতে ফুল এনেছ গেঁথে
তোমার গলের মালাখানি দিলে মোর গলেতে
তোমার গলের মালাখানি দিলে মোর গলেতে
ময়না তোমার হাতে ফুল এনেছ গেঁথে
তোমার গলের মালাখানি দিলে মোর গলেতে
তোমার গলের মালাখানি দিলে মোর গলেতে
ময়না কে না পেলে গলে দিব যে ফাঁসি
মায়না তোর কথায় মনে লাগে মায়া
মরিব হেসে হেসে
মায়না তোর কথায় মনে লাগে মায়া
মরিব হেসে হেসে
পাশের বাড়ীর ময়না আমায় ভালোবেসে
বধু সেজে আসবে ঘরে বলে গিয়েছে
বধু সেজে আসবে ঘরে বলে গিয়েছে
ময়না বলে গিয়েছে, পাগলী কথা দিয়েছে
ময়না বলে গিয়েছে, পাগলী কথা দিয়েছে
বেদের মেয়ে জোসনা নয় সে পাশের বাড়ীর ময়না
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
বেদের মেয়ে জোসনা নয় সে পাশের বাড়ীর ময়না
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
বেদের মেয়ে জোসনা নয় সে পাশের বাড়ীর ময়না
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
বেদের মেয়ে জোসনা নয় সে পাশের বাড়ীর ময়না
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
বাঁকা ঠোটের হাসি দিয়া করলো দিওয়ানা
Pasher Barir Moyna-Lyrics:
Pasher bair moyna mukhe kotha koi na
Chokh isarai dake shudu kase ase na
Pasher barir moyna re tui mon paharer jhorna
Pasher barir moyna amar bhalobase
Bodhu sejhe asbe ghore bole giyeche
Bodhu sejhe asbe ghore bole giyeche
Moyna bole giyeche, pagli kotha diyeche
Song Credit:
Song: Pasher Barir Moyna
Singer: Samz Vai & Mr. Rizan
Lyrics & Tune: MH Mahfuj
Music: Rohan Raj
Artist: Samz and Dipanita
Album: Single
Music Label: Surangina
Singer: Samz Vai & Mr. Rizan
Lyrics & Tune: MH Mahfuj
Music: Rohan Raj
Artist: Samz and Dipanita
Album: Single
Music Label: Surangina