প্রেমে কেউ হাসে কেউ কাঁদে-লিরিক্সঃ
পিরিতি যে কি যন্ত্রনা যে করে সে জানে
অন্যে কি বুঝিবে গো তা প্রেমিক বিহনে
অন্যে কি বুঝিবে গো তা প্রেমিক বিহনে
পিরিতি যে কি যন্ত্রনা যে করে সে জানে
অন্যে কি বুঝিবে গো তা প্রেমিক বিহনে
প্রেমে কেউ হাসে কাদে
আবার কেউ সুখের ঘর বাধে
প্রেমে কেউ হাসে কাদে
আবার কেউ সুখের ঘর বাধে
যন্ত্রণা লুকায় হাসে ভবে কত প্রেমিক
কেউ খায় বিষ কেউ লাগায় ফাস
প্রেম করেছে সঠিক আছে সে আনন্দে
প্রেমে কেউ হাসে কাদে
আবার কেউ সুখের ঘর বাধে
প্রেমে কেউ হাসে কাদে
আবার কেউ সুখের ঘর বাধে
পথের ধূলোয় মনের দুঃখ লিখে
কাটায় প্রহর
আমি এক অভাগা প্রেমিক
পাইলাম না যে দোসর
বৈরাগী হলেও অন্তর পড়লাম রে
কোন ফাদে
প্রেমে কেউ হাসে কাদে
আবার কেউ সুখের ঘর বাধে
প্রেমে কেউ হাসে কাদে
আবার কেউ সুখের ঘর বাধে
পিরিতি মধূরও মিলন স্বর্গেরও শান্তি
পাগল মোস্তাক কয় যার প্রেম
হয়েছি সাথী
আবার পেয়ে অশান্তি নীরবে কাদে
প্রেমে কেউ হাসে কাদে
আবার কেউ সুখের ঘর বাধে
প্রেমে কেউ হাসে কাদে
আবার কেউ সুখের ঘর বাধে
পিরিতি যে কি যন্ত্রনা যে করে সে জানে
অন্যে কি বুঝিবে গো তা প্রেমিক বিহনে
প্রেমে কেউ হাসে কাদে
আবার কেউ সুখের ঘর বাধে
প্রেমে কেউ হাসে কাদে
আবার কেউ সুখের ঘর বাধে
Preme Keu Hase Keu Kade-Lyrics:
Priti je ki jontrona je kore je jane
Onne ki bhujibe go ta premik bihone
Priti je ki jontrona je kore je jane
Onne ki bhujibe go ta premik bihone
Preme keu hase keu kade
Abar keu sukher ghor badhe
Preme keu hase keu kade
Abar keu sukher ghor badhe
Song Credit:
Song : প্রেমে কেউ হাসে কেউ কাদে
Singer : Baul Shafi Mondol
Lyric & Tune : Pagol Mustak
Music : Munshi Jewel
Dop & Edit : HM Hasnain
Label : Munshi Jewel