Ami Shukher Asha Chaira Dichi (আমি সুখের আশা ছাইড়া দিছি )-Lyrics | Meghla

আমি সুখের আশা ছাইড়া দিছি

আমি সুখের আশা ছাইড়া দিছি-লিরিক্সঃ

আমি সুখের আশা ছাইড়া দিছি
দেখাইও না দুঃখের ভয়
সুখের আশা ছাইড়া দিছি
দেখাইও না দুঃখের ভয়

অভাগীরে করো তোমার
মনে যাহা লয়
হায়রে অভাগীরে করো তোমার
মনে যাহা লয়

আমি সুখের আশা ছাইড়া দিছি
দেখাইও না দুঃখের ভয়

অভাগীরে করো তোমার
মনে যাহা লয়
হায়রে অভাগীরে করো তোমার
মনে যাহা লয়

কপালে সুখ না থাকিলে
কেউ কি দিতে পারে
আমায় বিধাতা বানাইছে দুঃখী
দোষ দিবো আর কারে
 আমি দোষ দিবো আর কারে

কপালে সুখ না থাকিলে
কেউ কি দিতে পারে
আমায় বিধাতা বানাইছে দুঃখী
দোষ দিবো আর কারে

তুমি ব্যথার চাবুক যতই মারো
কাঁদবেনা রে এ হৃদয়
ব্যথার চাবুক যতই মারো
কাঁদবেনা রে এ হৃদয়

অভাগীরে করো তোমার
মনে যাহা লয়
হায়রে অভাগীরে করো তোমার
মনে যাহা লয়

জন্ম থেকে জলছি আমি
দুঃখের‌ই আগুনে.
কেমন করে মন রাঙাবো
সুখেরই ফাগুনে
হায়রে সুখেরই ফাগুনে

জন্ম থেকে জলছি আমি
দুঃখের‌ই আগুনে.
কেমন করে মন রাঙাবো
সুখেরই ফাগুনে

তুমি মিছামিছি ক‌ইরোনা আর,
ভালোবাসায় অভিনয়
মিছামিছি ক‌ইরোনা আর,
ভালোবাসায় অভিনয়

অভাগীরে করো তোমার
মনে যাহা লয়
হায়রে অভাগীরে করো তোমার
মনে যাহা লয়
আমি সুখের আশা ছাইড়া দিছি
দেখাইও না দুঃখের ভয়
সুখের আশা ছাইড়া দিছি
দেখাইও না দুঃখের ভয়

অভাগীরে করো তোমার
মনে যাহা লয়
হায়রে অভাগীরে করো তোমার
মনে যাহা লয়

Ami Shukher Asha Chaira Dichi-Lyrics:

Ami sukher asa chaira dichi 
Dekhai o na dukkher voy
Sukher asa chaira dichi  
Dekhai o na dukher voy

Ovagire koro tomar
Mone jaha loy
Hai re ovagire koro tomar 
Mone jaha loy



Song Credit:

Song : Ami Shukher Asha Chaira Dichi
Singer : Meghla
Lyrics : Ranak Rayhan
Tune : Ranak Rayhan
Music : Munshi Jewel
Cast : Meghla
Producer : Hridoy Hasan
Label : Hridoy Media

Post a Comment

Previous Post Next Post