Amio To Manus Bondhu(আমি ও তো মানুষ বন্ধু)-Lyrics | Sathi Khan

আমিও তো মানুষ বন্ধু


আমিও তো মানুষ বন্ধু-লিরিক্সঃ 

আমার ই তো দোষ বন্ধু
চেয়েছি তোমায়
তাই তো তুমি ইচ্ছে মতো
ব্যাথা দাও আমায়

আমার ই তো দোষ বন্ধু
চেয়েছি তোমায়
তাই তো তুমি ইচ্ছে মতো
ব্যাথা দাও আমায়

আমিও তো মানুষ বন্ধু
খেলার পুতুল নয়
আর দিও না ব্যাথা
যদি একটু দয়া হয়

আর দিও না ব্যাথা
যদি একটু দয়া হয়

তোমার কাছে ছিলাম আমি
শুধুই অবহেলা
আমায় নিয়ে খেলছো তুমি
পুতুল পুতুল খেলা

তোমার কাছে ছিলাম আমি
শুধুই অবহেলা
আমায় নিয়ে খেলছো তুমি
পুতুল পুতুল খেলা

আমিও তো মানুষ বন্ধু
খেলার পুতুল নয়
আর দিও না ব্যাথা
যদি একটু দয়া হয়

আর দিও না ব্যাথা
যদি একটু দয়া হয়

আমার মনে বাইধা বাসা 
কারে দিলা সুখ
কার আকাশে তাকাও তুমি
আমায় করে বিমুখ
আমার মনে বাইধা বাসা 
কারে দিলা সুখ
কার আকাশে তাকাও তুমি
আমায় করে বিমুখ

আমিও তো মানুষ বন্ধু
খেলার পুতুল নয়
আর দিও না ব্যাথা
যদি একটু দয়া হয়

আর দিও না ব্যাথা
যদি একটু দয়া হয়

আমার ই তো দোষ বন্ধু
চেয়েছি তোমায়
তাই তো তুমি ইচ্ছে মতো
ব্যাথা দাও আমায়

আমার ই তো দোষ বন্ধু
চেয়েছি তোমায়
তাই তো তুমি ইচ্ছে মতো
ব্যাথা দাও আমায়

আমিও তো মানুষ বন্ধু
খেলার পুতুল নয়
আর দিও না ব্যাথা
যদি একটু দয়া হয়

আর দিও না ব্যাথা
যদি একটু দয়া হয়

Amio To Manush Bondhu-Lyrics:

Amar e to dosh bondhu
Cheyachi  tomai
Tai to tumi esse moto 
Betha dao  amai

Amar e to dosh bondhu
Cheyachi  tomai
Tai to tumi esse moto 
Betha dao  amai

Amio to manush bondhu
Khelar putul noi
Ar dio na betha 
Jodi ektu doya hoi
Ar dio na betha 
Jodi ektu doya hoi



Song Credit:

গানঃ আমি ও তো মানুষ বন্ধু
শিল্পিঃ সাথী খান
কথাঃ মামুন আফনান রুমি
সুরঃ মামুন আফনান রুমি
মিউজিকঃ এসডি সাগর
লেবেল: টি আর টু মিডিয়া

Song: Ami To Manus Bondhu
Singer: Sathi_khan
Lyric : Mamun Afnan Rumy
Tune: Mamun Afnan Rumy
Music: SD Sagor
Label : TR2 Media
  



Post a Comment

Previous Post Next Post