Barir Pashe Beter Ara( বাড়ির পাশে বেতের আড়া)-Lyrics | পলাশ ও অংকন

বাড়ির পাশে বেতের আড়া

 

 বাড়ির পাশে বেতের আড়া-লিরিক্সঃ

 বাড়ির পাশে বেতের আড়া
হাল জুইড়াছি বিহান বেলা রে
এত বেলা হয় ভাবিজান পান্তা
নাই মোর ক্ষ্যাতে রে
এত বেলা হয় ভাবিজান পান্তা
নাই মোর ক্ষ্যাতে রে

বাড়ির পাশে বেতের আড়া
হাল জুড়াইছে ছোট্ট দেওরা রে
এত বেলা হয় দ্যাওরা মোর পান্তা
খায় না আইসা রে
এত বেলা হয় দেওরা মোর পান্তা
খায় না আইসা রে

পান্তার বাটি হাতে লইয়ে
চলছে ভাবি ঐ না পন্থে রে
চলিতে তার ধাপ উঠে না
ওই না মাঞ্জার বিষে রে
চলিতে তার ধাপ উঠে না
ওই না মাঞ্জার বিষে রে

স্বামী আমার যেমন তেমন
দ্যাওরা আমার মনের মতন
দ্যাওরা মরলে হবো পাগল
হবো দেশান্তরী রে
দেওরা মরলে হবো পাগল
হবো দেশান্তরী রে

ক্ষ্যাত নষ্ট দুবলা ঘাসে
নারী নষ্ট পুকুর ঘাটে রে
পুরুষ নষ্ট হয় দ্যাওরা গো
ওই না শহর বাজারে
পুরুষ নষ্ট হয় দ্যাওরা গো
ওই না শহর বাজারে

জ্যৈষ্ঠ মাসে আম পড়ে
টাপুর টুপুর শব্দ করে রে
দেওরা আমার আম টুকাইয়া
রাখে আমার ঘরে রে
দেওরা আমার আম টুকাইয়া
রাখে আমার ঘরে রে

আম টুকাই ভোর বিহানে
মনটা থাকে ভাবির ধ্যানে রে
একলা ঘরে ভাবি আমার রইছে
কেমন করে রে
একলা ঘরে ভাবি আমার রইছে
কেমন করে রে

দেওরা আমার বাজারে যায়
পন্থে বড় বাঘের ভয় রে
দ্যাওরারে মুই কিন্যা দিবো
ময়ূর পংখী ঘোড়া রে
দ্যাওরারে মুই কিন্যা দিবো
ময়ূর পংখী ঘোড়া রে

বাজার থাইক্যা আইস্যা দেখি
ভাবি আমার ভানছে ঢেঁকি রে
ভাবির জইন্য আনছি আমি চান্দির
একখান টিকলি রে
ভাবির জইন্য আনছি আমি চান্দির
একখান টিকলি রে

 বাড়ির পাশে বেতের আড়া
হাল জুইড়াছি বিহান বেলা রে
এত বেলা হয় ভাবিজান পান্তা
নাই মোর ক্ষ্যাতে রে

এত বেলা হয় দেওরা মোর পান্তা
খায় না আইসা রে

এত বেলা হয় ভাবিজান পান্তা
নাই মোর ক্ষ্যাতে রে

এত বেলা হয় দেওরা মোর পান্তা
খায় না আইসা রে

 Barir Pashe Beter Ara-Lyrics:

Barir pase Beter ara
Hal juiraiche bihan bela re
Eto bela hoi vabijan panta
Nai mor khete re 

Eto bela hoi vabijan panta
Nai mor khete re 

Barir pache beter ara
Hal juiraiche chotto deora re
Eto bela hoi deora mor panta
Kahi na aisa re

Eto bela hoi deora mor panta
Kahi na aisa re


Song Credit:

বাড়ির পাশে বেতের আড়া
মূল গানঃ বারোশিয়া
আংশিক পরিবর্তিত সংস্করনঃ মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান
সুরঃ প্রচলিত
কণ্ঠঃ পলাশ ও অংকন

সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
এজেন্সিঃ ক্রিয়েটো

More Bengali Folk Song Lyrics:


Post a Comment

Previous Post Next Post