আমি তোর আলতা চুড়ি না-লিরিক্সঃ
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
ওরে ভালই যদি বাসিস আমায়
বেঁধে নে তোর মনে
প্রেম যমুনায় ডুবে মরবো
তবেই রে তোর সনে
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
আমি তোর বাগানের ফুল না
আমাকে খোঁপায় গুঁজিস না
আমি তোর মান অভিমান না
আমাকে ভুল বুঝিস না
মান অভিমান করিস যদি
মিলবে না মন মনে
জীবন নদী পাড়ি দেয়া
হবে না তোর সনে
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
আমি তোর সাজের আরশি না
আমার ভেতর তোকে দেখিস না
আমি তোর ইচ্ছে কলম না
আমায় দিয়ে তোকে লেখিস না
লিখতে চাস হৃদয়ে
লেখিস ভাবের ক্ষণে
ভাব সাগরে উঠবে জোয়ার
তবেই রে তোর সনে
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
আমি তোর আলতা চুড়ি না
হাতে পায়ে পরিস না
আমি তোর চুলের ফিতা না
আমাকে বেণি বাঁধিস না
Ami Tor Alta Churi Na-Lyrics:
Ami tor alta churi na
Hathe paye poris na
Ami tor chuler fita na
Amake beni badis na
Ami tor alta churi na
Hathe paye poris na
Ami tor chuler fita na
Amake bani badis na
Ore valo e jodi basis amay
Bedhe ne tor mone
Prem jomunai dube morbo
Tobeai re tori e sone
Ami tor alta churi na
Hathe paye poris na
Ami tor chuler fita na
Amake bani badis na
Song Credit:
Song : Alta Churi
Singer : Afnan Antor
Lyrics : Nurealam Mamun
Tune : Afnan Antor
Music : Ahmed Sajeeb
Label : Bhawal Music