Tumi Amar Attar Attio(তুমি আমার আত্মার আত্মীয়)-Lyrics | ঝিনুক

তুমি আমার আত্মার আত্মীয়

তুমি আমার আত্মার আত্মীয়-লিরিক্সঃ

 ছাইড়া যদি যাওরে বন্ধু
 ছাইড়া যদি যাওরে বন্ধু
ডুবিয়া মরিবো
ও জলে ডুবিয়া মরিবো
তুমি আমার আত্মারও আত্মীয় 

সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
ও সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও

সোনা বন্ধুরে
সুখের সময় না রাখলেও
দুঃখেতে রাখিয়
লোক সমাজে লজ্জা পাইলে
গোপনে প্রেম দিয় !!

সোনা বন্ধুরে
সুখের সময় না রাখলেও
দুঃখেতে রাখিয়
লোক সমাজে লজ্জা পাইলে
গোপনে প্রেম দিয় !!

মন জানালায় উঁকি দিয়
দেখার স্বাধ মিঠাইয়ও

তুমি আমার আত্মারও আত্মীয় 
সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
 ও সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও

সোনা বন্ধুরে
ঘর ছাড়াইয়া বাইরে নিলে
মরিবো পরাণে
ভিন্ন লোকের ভিন্ন কথা
শুনতে হবে কানে !!

সোনা বন্ধুরে
ঘর ছাড়াইয়া বাইরে নিলে
মরিবো পরাণে
ভিন্ন লোকের ভিন্ন কথা
শুনতে হবে কানে !!

কূল কলংকের ভয় মনে
ভুলিয়া না যাইও ।।

তুমি আমার আত্মারও আত্মীয় 
সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
ও সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও

সোনা বন্ধুরে
মন পোড়াসনা চিতানলে
পাগল মোস্তাক কয়
সুখ পাইলে পোড়াও বন্ধু
মনে যতো লয় !!

সোনা বন্ধুরে
মন পোড়াসনা চিতানলে
পাগল মোস্তাক কয়
সুখ পাইলে পোড়াও বন্ধু
মনে যতো লয় !!

তুমি আমার শেষ আশ্রয়
জানিয়া রাখিও

তুমি আমার আত্মারও আত্মীয় 
সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও
ও সোনা বন্ধুরে
তুমি মরতে গেলেও আমায় সঙ্গে নিও

Tumi Amar Attar Attio-Lyrics:

Chaira jodi jaore bondhu 
Chaira jodi jaore bondhu 
Dubiya moribo
O jole jole dobiya moribo
Tumi amar amar attar attio

Sona bondhu re 
Tumi morthe geleo amar songe nio
 O Sona bondhu re 
Tumi morthe geleo amar songe nio



Song Credit:

 Song Name : Tumi Amar Attar Attio
Singer: Jhinuk
Lyric&Tune: Pagol Mustak
Music: Munshi Jewel 
Label: Shimul Hasan Baul

Post a Comment

Previous Post Next Post